বিভিন্ন দোকানে মিনার সয়াবিন ও এস.আমানত নামের ২টি সয়াবিন তেল এর বোতলে তেলের পরিমাণ কম পাওয়ার অভিযোগে ২ ব্যবসায়ী ও এক বিক্রয়কর্মীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এসময় জব্দ করা হয় প্রায় ৯শত ৫৯লিটার তেল।
শুক্রবার দুপুরে বান্দরবানের বালাঘাটা বাজার ও বান্দরবান বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.হাবিবুল হাসান। এসময় সয়াবিন তেল এর বোতলে তেলের পরিমাণ কম পাওয়ার অভিযোগে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই ঘটনায় জড়িত থাকার অপরাধে বান্দরবানের রুমা উপজেলায় এক বিক্রয়কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বান্দরবান সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো.হাবিবুল হাসান জানান, করোনা ভাইরাসের কারনে দেশের এই সংকটাপন্ন অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের পরিমাণে তেল কম দেয়ার অভিযোগে আমরা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি এবং অভিযানে ঘটনার সাথে জড়িতদের কাছ থেকে জরিমানা আদায় করেছি। তিনি আরো জানান,আগামীতেও কেউ এই মহাসংকটে এই ধরণের কারচুপি করলে তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।