

করোনাভাইরাস নিয়ে যখন আতঙ্কে আছে মানুষ তখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেইস মাস্ক বাজারজাত করছে বান্দরবানের ব্ল্যাক বি নামে একটি প্রতিষ্ঠান।বাজারে ফেইস মাস্কের সংকটকালে বান্দরবানের এই প্রতিষ্ঠান স্থানীয় জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে ফেইস মাস্ক বানানোর সিদ্ধান্ত নেয়।ঢাকা থেকে ফেইস মাস্ক এর যাবতীয় কাচামাল সংগ্রহ করে অত্যন্ত যত্নের সাথে এই ফেইস মাস্ক উৎপাদন করছেন এবং ইতিমধ্যে বিপুলসংখ্যক ফেইস মাস্ক স্বল্পমূল্যে বাজারজাত করেছে ব্ল্যাক বি।এবিষয়ে ব্ল্যাক বি কর্ণধার উম্মে সাথী সিএইচটি টাইমস ডটকম কে বলেন, সত্যি বলতে ব্যাবসা করা নয় বান্দরবান জেলা শহরে যখন ফেইস মাস্কের জন্য জনসাধারণের হাহাকার দেখলাম তখন আর বসে থাকতে পারলাম না।একধরনের মানবিক দৃষ্টি কোন থেকেই মানুষের সুরক্ষায় ফেইস মাস্ক গুলো বানাচ্ছি।ইতিমধ্যে প্রচুর ফেইস মাস্ক আমরা স্থানীয় বাজারে বাজারজাত করেছি।বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি।