

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে গরীব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৭ জুন বিকাল ৫টায় বান্দরবান কেন্দ্রী জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামী সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক রাইটার মোহাম্মদ ইসহাক, বান্দরবান ইসলামী সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃওসমান গণি,বান্দরবান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম,বান্দরবান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম,মোঃওবাইদুল হক সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসক সন্তুষ প্রকাশ করেন।জেলা প্রশাসক বক্তব্যে বলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছে,আগামীতে এর কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন।