সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে সপ্তাহ ব্যাপী বনজ ভেষজ ও ফলজ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে এই বৃক্ষ মেলার সমাপনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার।বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে সমাপসনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডি.এম) মোঃ মুফিদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃশফিউল আলম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃসিবিদ আলতাফ হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ প্রমুখ।বক্তারা বলেন,পরিবেশ ও মানব জীবনে বৃক্ষের ভূমিকা অপরিসীম।বৃক্ষ মানুষের পরম বন্ধু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে।পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম।অক্সিজেন মানুষের বেচে থাকার জন্য খুবই জরুরী।কিন্তু গাছ কাটার তুলনায় নতুন গাছ লাগানো হচ্ছে কম।এতে পরিবেশ উষ্ণ হচ্ছে।জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব পড়ছে। যার ফলে অসময় অনাবৃষ্টি,খরা,অতিবৃষ্টি,প্রচন্ড তাপদাহ,ঘূর্ণিঝড়,বণ্যা,জলোচ্ছাস সহ নানা দুর্যোগ ঘটে চলেছে।ব্ক্তারা প্রত্যোককে নিজ নিজ বাড়ীর আঙ্গিনায় বৃক্ষ লাগানোর অনুরোধ জানান।এসময় উপস্থিত বক্তারা,বৃক্ষ মানুষকে অক্সিজেন দেয়,কাঠ দেয় আর মনোরম বাতাস দেয়।একটি বৃক্ষ একটি সম্পদ বলে ও বক্তারা এই সম্পদের রক্ষা ও যথাযথ যতœ নেওয়ার আহবান জানান।পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টল প্রদর্শনীর উপর ভিত্তি করে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকারীকে সনদ ও পুরস্কার বিতরণ এবং মেলায় অংশ গ্রহণকারী প্রত্যেক নার্সারীকে সনদ বিতরণ করা হয়।এবারের মেলায় বান্দরবান বন বিভাগ,কৃষি সম্প্রসারণ বিভাগ,হর্টিকালচার,ব্রিটিশ আমিরিকান টোব্যাকো কোম্পানী,বান্দরবানের সুপরিচিত বিন্দু নার্সারীসহ প্রায় ৩০ টির ও বেশি স্টল অংশ নিয়েছিল, প্রতিটি স্টলে নানা রকম বনজ ভেষজ ও ফলদ বৃক্ষ রয়েছে।মেলায় বান্দরবানের স্থানীয় নার্সারীর পাশাপাশি চট্টগ্রাম থেকে আগত ফতেয়াবাদ নার্সারী,বাজালিয়া,বাঁশখালি,সাতকানিয়া ও চট্টগ্রাম থেকে বিভিন্ন নার্সারীর স্টল ক্রেতাদের চাহিদা মিটাতে নানা জাতের বৃক্ষ নিয়ে হাজির হয়েছিল।সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা শেষ হয় ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.