

“বৈষম্য ঘোচাও,সাম্য বাড়াও,মানবধিকার সুরক্ষা দাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।১০ ডিসেম্বর শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সামনে আইন ও পুলিশ (আসক) সহযোগীতায় এই দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে ব্যনার হাতে নিয়ে বান্দরবানে প্রেসক্লাব হতে প্রধান সড়কে প্রদক্ষিন করেন ডাঃ উসাথোয়াই বাসভবনে এসে সমাপ্তি ঘটে।পরে এক আলোচনা সভা আয়োজন করেন বান্দরবান জেলা হিউম্যান রাইস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডিএফ)।এসময় হিউম্যান রাইস ডিফেন্ডারস ফোরামে সভাপতি ডা.উসাথোয়াই,সহ সভাপতি বিশ্বজিৎ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ সহ সংগঠনের নারী নেত্রী ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,১৯৪৮ সালে এই হিউম্যান রাইস ডিফেন্ডারস ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজ বিশ্ব সহ সারাদেশে মানবধিকার দিবস পালন হচ্ছে।সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়েছিল।তাই সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।