যক্ষ্মা রোগ নির্মূল করার লক্ষ্যে বান্দরবানে নারী নেত্রীদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবানের জাফরান রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন কার্যালয় এর মেডিকেল অফিসার ডা.আবু নোমান বিন আজাদ এবং নাটাব এর বান্দরবান জেলা সাধারন সম্পাদক এম এ মোমেন চৌধুরী উপস্থিত ছিলেন।বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আঞ্চলিক কো-অর্ডিনেটর হেলাল খন্দকার এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রীরা অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন,কাশি আর জ্বর দেখা দিলে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করলে বিনামূল্যে সরকারি হাসপাতালে যক্ষ্মা রোগের পরীক্ষা করা যায়।সরকার যক্ষা রোগ শনাক্ত হলে বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ করছে এবং এই ওষুধ গ্রহণ করে নিয়মিত সেবন করলে এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়।সবাইকে সচেতন থাকা এবং রোগব্যাধি দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানান বক্তারা।