

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া এক মোটর সাইকেল।পুলিশ জানায়,বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই এসএম আরিফুর রহমান,এসআই মোহাম্মদ বেলাল, এএসআই দিদারুল ইসলাম,এএসআই মকছুদ আহমদ এবং এএসআই মোঃফখরুল ইসলামসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বান্দরবান সদর থানার মামলা নং-০৯,তারিখ-১৯/০৫/২০১৭ ইং,ধারা-৩৭৯ দঃ বিঃ এর চোরাই যাওয়া লাল রংয়ের একটি ডিসকভার মোটর সাইকেল সাতকানিয়া থানাধীন কেরাণীহাট এলাকার ঢেমশা ইউপিস্থ নছিম মাষ্টারের বাড়ি সংলগ্ন আবুল গফুরের কলোনীর সামনে হতে উদ্ধার করে।এসময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে আসামী তাপস বড়ুয়া প্রকাশ অভি (২২),পিতা-মৃত নিখিল বড়ুয়া,সাং-ওয়াগ্যাই পাড়া রোয়াংছড়ি ও মোঃসাগর প্রকাশ বাবু ও (২০),পিতা-আব্দুল মান্নান সাং-কালাঘাটা,ত্রিপুরা পাড়া,বান্দরবান পৌরসভাকে গ্রেফতার করে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো:রফিকউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,এছাড়া বিভিন্ন সময় চোরাই যাওয়া আরো মোটর সাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।