

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ৫টি ১ হাজার টাকার জাল নোটসহ মিন্টু দাশ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা সদরের মারমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা গেছে, মারমা বাজারের এক দোকানে ৫ প্যাকেট গোল্ড লিফ সিগারেট ক্রয় করার সময় এক হাজার টাকার জাল নোট দেয় মিন্টু দাশ।দোকান মালিক জাল নোট বুঝতে পেরে তাক্ষণিক থানায় পুলিশকে খবর দিলে এসআই মোঃখালিকুর রহমানের নেতৃত্বে এসআই মোহাম্মদ বেলাল,এএসআই মোঃফখরুল ইসলাম এবং এএসআই এম মকছুদ ঘটনাস্থলে এসে ৫টি ১ হাজার টাকার জাল নোটসহ মিন্টু দাশকে হাতেনাতে আটক করে।মিন্টু দাশ বান্দরবানের রুপসী বাংলা হোটেলে বয় হিসেবে কর্মরত বলে জানা যায়।এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অজয় দেব জানান,মিন্টুকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে জাল নোট কারবারে জড়িত।তার দেয়া তথ্যের ভিত্তিতে মেম্বার পাড়ায় তার ভাড়াকৃত বাসায় অভিযান চালালে আরো ২৯ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।নাজিম(৩০) ও সাহাব উদ্দিন(২৮) তার সহযোগী বলে স্বীকার করে।ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ্ বলেন,তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং নাজিম ও সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।