“বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জানুয়ারী বুধবার দুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিষয়ক মন্ত্রনালয়ের তত্ববধানে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়াজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুছ । আরো অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান সরকারী কলেজের প্রভাষক সুজন কান্তি বড়–ুয়া সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সকল শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মুখি হতে হবে তবেই দেশ বিজ্ঞান প্রযুক্তি উন্নতির দিকে এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে বাংলাদেশের সকল প্রযুক্তি। তাই সকল শিক্ষকমন্ডলীকে বিজ্ঞান ভিত্তিক কিছু বইয়ের উপর জোর দিতে হবে। শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধারনা পায়, সেদিকে খেয়াল রেখে বিজ্ঞান বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। অতিথিরা সকলকে বিজ্ঞান প্রযুক্তির দিকে ধাবিত হওয়ার আহব্বান জানান ।