

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-‘কৃমি নাশক ওষুধ সেবন করি,কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি’-এ স্লোগানে বান্দরবানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ এপ্রিল) দুপুরে বান্দরবান ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.উদয় শংকর চাকমা।বান্দরবান সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী পরিচালক (মাউসি) ফারজানা পারভীন,জেলা শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন ডা.অংসুইপ্রু,সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার ও বান্দরবান ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিন্টু লাল বড়ুয়া প্রমুখ।পরে বিদ্যালয়টির প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।এ বছর বান্দরবানে সপ্তাহব্যাপী ৫-১৬ বছর বয়সী মোট ১২ হাজার ১১৮ জন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।