শিরোনাম: নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূতি চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ১ হোতা পুলিশী তৎপরতায় আটক উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে ফুলেল শুভেচ্ছা জানালো ক্রীড়া সংগঠকরা চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বান্দরবান সেনা জোন এর উপহারের বই পেলো মেধাবী শিক্ষার্থীরা

বান্দরবানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আরও এক নারী মাচঙে


আকাশ মারমা মংসিং (নিজস্ব সংবাদদাতা) বান্দরবান প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২২ ৪:২৪ : অপরাহ্ণ 383 Views

বান্দরবানে আসন্ন ৬ষ্ট ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৬নং জামছড়ি নতুন ইউনিয়নে মাচঙে মারমা নামে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৪র্থ ধাপে রোয়াংছড়ি উপজেলার ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এই জেলার প্রথমবারে মত আনারস প্রতীক নিয়ে নারীর প্রার্থী ছিলেন মাশৈখং মারমা (মিলিপ্রু)।

মঙ্গলবার দুপুর ১২টা দিকে বান্দরবান জেলা নির্বাচন অফিসের নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা কাছে মনোনয়পত্র জমা দেন। সরকার দলীয় নৌকা মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বিপক্ষকে তিনি সতস্ত্র নারীর প্রার্থী।

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন তিনি ওই ইউনিয়নের বিগত ২০১১ সালের সাবেক মহিলা মেম্বার ছিলেন। তাছাড়া ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের বান্দরবান জেলা সভাপতি মংপু মারমা সহধর্মীনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান পদে মনোনয়নকারী ওই নারী মাচঙে মারমা বলেন, বিগত দিনে সংরক্ষিত আসনে অত্র ইউনিয়ের ৭,৮,৯ ওয়ার্ডে সততার সাথে দায়িত্বে পালনের মধ্য দিয়ে জনসাধারণের পাশে ছিলাম। সেবা করতে পেরেছি। এবারেও জনগন ভালবাসায় সিক্ত হয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। বিগত দিনের অভিজ্ঞতা আলোকে আবারও জনগণ আমাকে মনোনিত করেছে। তাদের রায়ে যদিবা অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই আশা করি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।

তাঁর স্বামী মংপু মারমা জনান, দীর্ঘদিন মহিলা মেম্বার দায়িত্বের থাকাকালীণ সময়ে ওই এলাকা জনগনে অনেক সেবা করেছেন। তাদের কাছে ভালবাসায় পেয়ে পুনরায় তাঁর স্ত্রীকে মেম্বার থেকে চেয়ারম্য্যন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।

নির্বাচন সূত্রে জানা যায়, এবারে ৬ষ্ঠ ইউপি নির্বাচনে মনোয়ন জমা দিয়েছেন চেয়ারম্যন পদে ৬জন, তারমধ্যে নৌকা প্রার্থী ৩জন ও সতন্ত্র প্রার্থী ৩জন। তাছাড়া পুরুষ সদস্য ও সরক্ষিত আসনে মোট ৮৩ জন।
এদিকে ৬নং ওয়ার্ডে জামছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৪৯৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ২২৮৭ জন ও পুরুষ ভোটার ২২১২জন।

জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, ৬ষ্ঠ ধাপে নির্বাচনে ১২ তারিখ মনোনয়ন পত্র জমা শেষ দিন। ২৩ তারিখে প্রতীক বরাদ্ধ নির্ধারণ। আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, উপজেলায় প্রথমবারের ইউপি পরিষদ নির্বাচনে নারী চেয়ারম্যান প্রার্থী ছিলেন মাশৈখিং মারমা। তিনি লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা কাছে ৪৯২ ভোটে ব্যবধানে পরাজিত হয়। এবারে ৬ষ্ঠা ধাপে জামছড়ি ইউনিয়ন থেকে মাচঙে মারমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!