

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মো.শাহাবুদ্দিন (বিএএমএস, পিএএমএস)।শুরুতেই আকাশে বেলুন উড়িয় সমাবেশ উদ্বোধন করা হয়।পরে বান্দরবান হিলভিউ কনভেনশন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় রেঞ্জের উপ-মহাপরিচালক মো.শাহাবুুুুুদ্দিন বলেন,মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আমাদের অবদান রয়েছে।এছাড়াও আমাদের সদস্যদের সামরিক প্রশিক্ষণ,সেলাই প্রশিক্ষণ,ড্রাইভিং সহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়।ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান জানান তিনি।এসময় আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা আনসার ভিডিপি কমান্ডার সাহাদাত হোসেন (এএইচএম),লামা ৩২ আনসার ব্যটালিয়নে পরিচালক আজিম উদ্দিন,রুমা ১৯ আনসার ব্যটালিয়নে পরিচালক আব্দুল মজিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে সকল উপজেলার দলনেতাদেরকে একটি করে ফনিক্স সাইকেল এবং দলনেত্রীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের কৃতিত্বের পুরস্কার প্রদান করা হয়।