

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখপড়া থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে দুই ব্যক্তি জামছড়ি মুখপড়ায় তামাক চাষিদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়।পরে সেনাবাহিনীর সদস্য ও বান্দরবান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বান্দরবানে নিয়ে আসে।পুলিশ ও স্থানীয়রা জানান, আটককৃতরা হলেন উজিপাড়ার উবাচিংয়ের ছেলে বাসিংঅং ও হেব্রনপাড়ার মালেক বম।আটককৃতরা দীর্ঘদিন ধরে সন্তু লারমাপন্থী জেএসএস গ্রুপের সাথে চাঁদাবাজি কাজে সম্পৃক্ত এবং ২০১৬ সালে জামছড়ির মংপু মেম্বার অপহরণ ও গুম হওয়া মামলার তালিকাভুক্ত আসামি।বর্তমানে তারা জামিনে রয়েছেন।