

বান্দরবানের সুয়ালকে শীতার্ত,দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।১৯ জানুয়ারী (বুধবার) সকালে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।এসময় শীতার্ত,দু:স্থ ও অসহায় ৪শত ৬০ জনকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহলা মারমা,প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন,১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ছফুর,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈক্যহ্লা মারমাসহ এলাবাসীরা উপস্থিত ছিলেন।শীত বস্ত্র বিতরণকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা বলেন,গরীব ও অসহায়দের পাশে রয়েছে সরকার।সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা যাতে সবাই পায় সেজন্য ইউনিয়ন পরিষদ এর সকল কর্মচারী ও জনপ্রতিনিধিরা কাজ করছে এবং আগামীতেও কার্যক্রম অব্যাহত থাকবে।