

বান্দরবান থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে পর্যটকবাহী বাস ধাক্কা দিলে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রেইছা নামন্তীতে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়,ব্রাহ্মনবাড়ীয়া থেকে বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস বান্দরবান থেকে ফেরার পথে রেইছা নামন্তীতে কেরানীহাটগামী একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে গাড়িটি রাস্তায় উল্টে যায় এবং পর্যটকবাহী বাসটি গাছের সাথে ধাক্কা খায়।এসময় গাড়িতে থাকা বেশিরভাগ যাত্রী আহত হয়।পরে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতালে পাঠায়।এদিকে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িটি কানাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এ সময় গাড়িতে থাকা একটি জেনারেটর আগুন ধরে পুড়ে যায়।দুর্ঘটনার পর থেকে ৩-৪ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।এর ফলে দূর্ভোগে পড়েন বেড়াতে আসা পর্যটকসহ স্থানীয়রা।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।