বাংলাদেশ প্রবীণ হিতেষী সংঘ বান্দরবান জেলা শাখার উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রবীণ হিতেষী সংঘের অস্থায়ী কার্যালয়ে প্রবীণ হিতেষী সংঘ বান্দরবানের ভারপ্রাপ্ত সভাপতি ক্যসুইপ্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অমল কান্তি দাশ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রবীণ হিতেষী সংঘ বান্দরবানের প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা মাস্টার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এহাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক সুগত প্রিয় বড়ুয়া,সদস্য মনোরঞ্জন বড়–য়া,সদস্য অজয় বড়–য়া সহ প্রবীণ হিতেষী সংঘের সদস্যরা।
এসময় বাংলাদেশ প্রবীণ হিতেষী সংঘ বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রায় ২শত দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।