

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গাড়ী চালকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানের মানববন্ধন হয়েছে।বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে জীপ,কার,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই মানববন্ধন কর্মসুচী পালন করে।এতে সংগঠনের সহ-সভাপতি হারুনর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আলমগীর,সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ও আব্দুর রশিদ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন,ড্রাইভারদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।অন্যথায় সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসুচী দেয়ার ঘোষনা দেয়া হয়।উল্লেখ্য,গত ২৭ এপ্রিল রোয়াংছড়ি উপজেলা থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় আসলে ১৪/১৫ জন সন্ত্রাসী লাটি ও লোহার রড নিয়ে ড্রাইভারদের উপর হামলা চালায়।এতে ৫ ড্রাইভার আহত হয়।আহতদের মধ্যে ১ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরলেও ৪ জন এখনো বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।