বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের কাইচতলী তুলাতুলি এলাকায় রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় সমাজের এতিম,গরীব ও অসহায় স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে গাইড বই সেট ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। একই সাথে রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট এর ২০১৮-২০২১ইং সালের কার্যকরী পরিষদের নতুন কমিটির অনুমোদন ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার দক্ষিণ কাইচতলী তুলাতুলি পাড়া জামে মসজিদের সামনে ট্রাস্টের অফিস কক্ষে এর আয়োজন করা হয়।গাইড বই বিতরণ ও অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,দাতা ও রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান এম,এ,খায়ের নিজামী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ উপস্থিত হওয়ার কথা ছিল,কিন্তুু পার্বত্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় উপস্থিত হতে পারে নাই,তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।গাইড বই বিতরণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল আহামেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভূমি কর্মকর্তা আকতার কামাল চৌধুরী,৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা,ইঞ্জিনিয়ার মোঃ আখতার হোসাইন,রশিদা কল্যাণ শরীফ ট্রাষ্ট পরিচালনা পরিষদের উপদেষ্টা মাওলানা ইউসূফ মুনিরী,কাইচতলী ২নং ওয়ার্ড সদস্য ও নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন (মেম্বার),সাবেক মেম্বার মোঃ নুরুল আবছার,সিটি ব্যাংক লোহাগাড়া ব্রাঞ্চ অফিসার মুজাহিদ হোসাই,বান্দরবান সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসান উল্লাহ,সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,তুলাতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি ও রশিদা কল্যাণ শরীফ ট্রাষ্ট পরিচালনা পরিষদের সহ-সভাপতি আমিনুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট পরিচালনা পরিষদ এর সভাপতি মোঃ নুরুল আবছার। অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এমরান হোসেন, ট্রাষ্ট পরিচালনা পরিষদের মোঃ মুন্নাহ, ট্রাষ্ট পরিচালনা পরিষদের যুগ্ন অর্থ সম্পাদক মোঃ ফোরকান সহ ট্রাষ্ট পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ,এলাকার ও পাড়ার হত দরিদ্র,দুঃস্থ ও অসহায় ছাত্র-ছাত্রী,ও তাদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন। স্কুল পর্যায়ে ২য় শ্রেণী থেকে শুরু করে কলেজ/বিশ্ব বিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের মোট ৩৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে গাইড বই সেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তব্যে প্রধান বক্তা বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড,একটি শিক্ষিত জাতি গড়ার প্রত্যেয়ে আজ এই মহুতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,তার জন্য ট্রাষ্টের চেয়ারম্যান,পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সাধুবাদ জানাই। বক্তারা আরো বলেন,মানুষ মানুষের জন্য,মানুষের সেবাই সকলে এগিয়ে আসতে হবে,তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও কমে আসবে। বক্তব্য দিতে গিয়ে রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান এম,এ,খায়ের নিজামী বলেন, রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট হল (আর্ত-মানবতা ও সামাজিক কল্যাণে নিবেদিত অন্য একটি প্রতিষ্ঠান) এই ট্রাষ্ট ইতি পূর্বে আরো বহু সামাজিক ও উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,আগামীতে এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আসুন আমরা প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী প্রতিবেশীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাহলে আমাদের সমাজ দারিদ্রমুক্ত হবে,আমাদের সমাজের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে,প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হবে ইন্শা আল্লাহ। পরিশেষে সকলে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি গাইড বই সেট ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিষেক অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.