

ইসলামিক মিশন,সদর উপজেলা বান্দরবান কতৃক দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নোমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুঃস্থ মহিলাদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন।বান্দরবান সদর উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ইসলামিক মিশনের সুয়ালক উপ-কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা.মো.জোবায়ের হোসেন,শেখ মুজিবুর রহমান এবং নিপ্পন ইলেকট্রনিকস বান্দরবান ডিস্ট্রিবিউটর আবু তাহের প্রমুখ।এসময় প্রধান অতিথি ইসলামিক মিশন কতৃক এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।পাশাপাশি ইসলামিক মিশন আগামীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনার মধ্যমে গরীব-দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।