

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-
বই বিতরণ উৎসব-২০১৮ এর অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী মুখ আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। ১লা জানুয়ারী সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে বই বিতরনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের জায়গা দাতা মরহুম খায়ের আহাম্মদ এর বড় ছেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আহাম্মদ এর সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের ইউ আর সি লিটন কান্তি দাশ,বিদ্যালয়ের পিটি আই সভাপতি মোঃ মোরশেদুল আলম। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেমী মুখ আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান,সহকারী শিক্ষক মানেন্দ্র বড়–ুয়া,সহকারী শিক্ষক উক্যাহসিং মার্মা, সহকারী শিক্ষিকা কামরুন্নেছা,মসজিদের খতিব খতিব আব্দুল কাদের(মনিক),পরিচালনা কমিটির সদস্য ও অভিবাক আবুল হোসেন মুখলেছূর রহমান,আব্দুল কাদের,মোঃ বাদশা মিয়া,রনধির বড়–য়া,কুসুম বড়ায়া,মোঃ জয়নাল আবেদীন,স্বপন বড়–য়া প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের জায়গাটি দান করেছিলন মরহুম খায়ের আহাম্মদ,প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম জাফর আহাম্মদ। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৮৮ সালে,বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫০জন। গত ২০১৭ ইং সালের সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শত ভাগ পাশ করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার লেখা পড়ার প্রতি খুবই আন্তরিক,এই সরকার বৎসরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে,যা শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনযোগ বৃদ্ধি পাবে,বক্তারা আরো বলেন,এই বিদ্যালয়ের লেখা পড়ার মান ভাল,বিদ্যালয়ের ভবনে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন,বিদ্যালয়ের ভবনটি র্দীঘদিনের পুরাতন তাই এর সংস্কার অতি জরুরী। বই বিতরণ উৎসব অনুষ্ঠানকে ঘিয়ে বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশেষের সুস্টি হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৎসরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে দারুন খুশি। পরে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা ও একটি বৈদ্যতিক ফ্যান প্রদান করার আশ্বাস প্রদান করেন সভাপতি। পরিশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার বর্গের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।