

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর সহযোগিতায় পল্লী র্কম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর বাস্তবায়নে গতকাল ‘উন্নয়নে যুব সমাজ ও শিক্ষা সহায়তা কার্যক্রম’এই মূলনীতিকে সামনে রেখে প্রতি বারের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু কিশোর ও যুবকদের ক্রীড়ামূখী করার লক্ষ্যে সুয়ালক ¤্রাে আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। (আইডিএফ) সমৃদ্ধি কর্মসূচি ফোকাল পার্সন মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুয়ালক আইডিএফ এর সাধারণ পরিষদ সদস্য ও সুয়ালক ৩১৪নং মৌজার হেডম্যান মং থোয়াই চিং,বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব ও ৪নং সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মার্মা,সুয়ালক ¤্রাে আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিন্টু লাল, (পিকেএসএফ) কর্মকর্তা মহিউদ্দীন,আইডিএফ প্যারামেটিক্স মোঃরেজাউল করিম,আইডিএফ সুয়ালক ইউনিয়ন সম্বয়ক মোঃ হানিফ।এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন,সুয়ালক ইউপি সদস্য সুমন মেম্বার,সুয়ালক ৪,৫,৬নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্য মাসাথুই মার্মা, ২নং ওয়ার্ড কাইচতলী যুব কমিটির সভাপতি মোঃ নাজির হোসেন,২নং ওয়ার্ড কাইচতলী যুব কমিটির সাধারণ সম্পাদক ফামেতা বেগম সহ অন্যান্যা ওয়ার্ডের যুব কমিটির নেত্রীবৃন্দ,আইডিএফ সেবিকাগণ,বিভিন্ন ওয়ার্ডের প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ অভিবাবকগণ উপস্থিত ছিলন।
প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে রয়েছে জাতীয় সংগীত,সংগীত,চিত্রাঅংকণ প্রতিযোগিতা,গণিত মেধা পরীক্ষা,ক্রীড়ার মধ্যে রয়েছে মোরগ লড়াই,দাড়িয়াবাণ,গোল্লাচুট,হাডুডু,সিনিয় ফুটবল ইত্যাদি। অতিথিরা বক্তব্যে বলেন,আইডিফ ও (পিকেএসএফ) এর উদ্যোগ অত্যান্ত প্রশংসার দাবিদার,এটি একটি যুগ উপযোগি পদক্ষেপ। ছাত্র-ছাত্রী লেখা পড়ার পাশা-পাশি খেলাধুলার কোন বিকল্প নেই,বর্তমান যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী কমে যাওয়ার কারণে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে,যার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে,তারা সমাজের চোখে গৃণ হয়ে উঠছে।আসুন আমরা আমাদের যুব সমাজের প্রতি আরো দায়িত্বশীল হয়ে তাদেরকে নেশা থেকে দুরে থাকার পরিবেশ গড়ি।পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরিশেষে অনুষ্টানের সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্টানের সমাপ্তি করেন।