

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:-“শ্রমিক মালিক গড়ব দেশ,এগিয়ে যাবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে মহান মে দিবস পালিত হয়েছে।১মে সোমবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একিই স্থানে গিয়ে শেষ হয়।র্যালি শেষে বান্দরবান জেলা প্রশাসক চত্তর প্রাঙ্গনে এক পথ সভার আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলাম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।
এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃআব্দুল কুদ্দুছ,বান্দরবান জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃমুছা কোম্পানী,জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মোঃরফিকুল ইসলাম,জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক সুগত প্রিয় বড়ুয়া,জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মো: আবদুল মান্নান,বান্দরবান জীপ-কার-মাইক্রো শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃহারুনুর রশিদসহ বান্দরবানের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দগন র্যালি ও পথসভায় অংশ নেন।প্রধান অতিথি বলেন,শ্রমিকরা হলেন দেশের হাতিয়ার।দেশ পরিচালনায় এই শ্রমিক সমাজের ভুমিকা অপরিসীম।দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই শ্রমিকরা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে,তাই এই সমস্ত মেহনতি মানুষের পাশে দাড়িয়ে তাদের সুখে দুখে সর্ব প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জন্য দেশের সর্ব জনসাধারন ও সরকারের কাছে সকলের পক্ষ থেকে আকূল আহব্বান জানান।