

বান্দরবান অফিসঃ-৮ সেপ্টেম্বর-১৮ আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বান্দরবানে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম সভাপতিত্বে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবসের প্রস্তুতি মুলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃইয়াছিন আরাফাত,এডি.এম মুফিদুল আলম,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন সহ আরো অনেকে।৮ সেপ্টেম্বর আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি জনসচেতনামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হবে সকাল সাড়ে ৯টায়,এর পর পরই জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় দিবসকে কেন্দ্র করে সকল কর্মসূচি যাতে সফল ভাবে বাস্তবায়ন করা হয় তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগীতা ও অর্পিত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক ।