

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্ব) এর আওতায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাব হল রুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,প্রেসক্লাব এর সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক।শিশু বিশেষজ্ঞ ডা.আলমগীর সাংবাদিকদের মাঠ পর্যায়ে নানা বিষয়ে ধারণা দেন।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন ব্যাপী Facts for Life with Field Practice বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২৩ জন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করছেন বলে নিশ্চিত করেছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক।