

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) এর আয়োজনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এই আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় আলোচনা সভায় বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর।স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা অমিয় কান্তি খীসা।এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা,শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।