সীমান্তে উত্তেজনা: ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষা হবে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০২২ ১:৫০ : পূর্বাহ্ণ 456 Views

মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয় এর এসএসসি পরীক্ষা কেন্দ্রটি কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয়ে স্থানান্তর করার সিদ্ধান্ত জানিয়েছেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবান জেলা প্রশাসন এর ডিসি বান্দরবান প্রোফাইল থেকে বিষয়টি জানা যায়।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীকে যথাসময়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এসএসসি/এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎকন্ঠা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে বান্দরবান জেলা প্রশাসন।

উল্লেখ্য,এসএসসি পরীক্ষা শুরুর দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সীমান্তবর্তী এলাকা ঘুমধুম উচ্চবিদ্যালয় এর পরীক্ষার্থী ও অভিবাবকদের উৎকণ্ঠার বিষয়টি উল্লেখ করে জরুরী পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুতুপালং উচ্চবিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার এর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!