

বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দুই ইউনিয়নে পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই উপজেলা রোয়াংছড়ির ও থানচির ৮জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।এসময় শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল জনপ্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।নিজের এলাকায় জনগনের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকতে জনপ্রতিনিধিদের।তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রীতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন,১নং সদর ইউনিয়নে মেহ্লা অং মারমা,২নং তারাছা ইউনিয়নে উনুমং মারমা,৩ নং আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তংচগ্যা,৪নং নোয়াপতং ইউনিয়নে চনুমং মারমা।থানচি উপজেলার শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন,১নং রেমাক্রী ইউনিয়নে মুশৈথুই মারমা,২নং তিন্দু ইউনিয়ন ভাগ্য চন্দ্র ত্রিপুরা,৩নং সদর ইউনিয়নে অংপ্রু ম্রো ও ৪নং বলিপাড়া ইউনিয়ন জিয়া অং মারমা।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কুদ্দুছ ফরাজী (পিপিএম),প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত জনপ্রতিনিধি ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।