বান্দরবানে বাল্যবিবাহ শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ জানুয়ারি (বুধবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের উদ্যোগে বাল্যবিবাহ শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সভাপতি অংচমং মার্মা এর সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা,অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল কুদ্দুস ফরাজি (পিপিএম),পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা.অংচালু,ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সাধারণ সম্পাদক লালজারলম বম,সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, পিফোরডির ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মংশেনুক মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় বক্তারা বলেন,বান্দরবান জেলায় ২৮ অক্টোবর ২০২১ সালে ডিপিএফ এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছিল।সভায় বিভিন্ন বক্তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছেন।বক্তারা আরো বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পণ প্রথা ও বিবাহ নিবন্ধনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব বহন করে।জেলায় বাল্যবিবাহ হার রোধে জেলা প্রশাসন কাজ করছে,এক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ সহ এ হার কমাতে এবং বাল্যবিবাহ নিরোধ কমিটি গতিশীলতা বৃদ্ধিতে প্রশাসন সক্রিয় সহযোগীতা করে যাচ্ছে।