বান্দরবান জেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা


প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০১৭ ১:০২ : পূর্বাহ্ণ 641 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা ৮ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,৬৯ ব্রিগেড এর প্রতিনিধি ১২ ইসিবি এর উপ-অধিনায়ক মেজর মোঃআলী আহসান,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শম্পা রাণী সাহা,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবানের পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,বান্দরবানের সকল উপজেলা নির্বাহী অফিসার গন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য মোঃশফিকুর রহমান,রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর,সিভিল সার্জন অংশৈ প্রু,এনএস আই উপ-পরিচালক মোঃ শাহজাহান,লামা পৌরসভার মেয়র মোঃজহির উদ্দীন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোঃ খোরশেদ,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,লামার উপজেলা চেয়ারম্যান থোয়াইনু র্মাম্,ারুমার উপজেলা চেয়ারম্যান অংথোয়াচিং,থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা,বান্দরবান ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম সবুজ,সেনাবাহিনী ও বিজিবি অন্যান্য প্রতিনিধিগণ,হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার,মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির সভাপতি হাজ্বী মোঃ আলী,বান্দরবান সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃআবু তাহের,মোঃ নুরুল আলম সাওদাগর,সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় সভাপতি জেলা প্রশাসক জানান,ইতিমধ্যে জেলা প্রশাসন নাইক্ষংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা হতে ৯৩৪টি রোহিঙ্গ্যা পরিবারের ৬৪৩৪ জন সদস্যকে সরকার নির্ধারিত পুতুপালং বালুখালী রোহিঙ্গ্যা ক্যম্পে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।আপনাদের জানা মতে কোন জায়গায় রোহিঙ্গ্যা থাকার তথ্য পেলে জেলা প্রশাসনকে জানাবেন,আমরা তাদেরকে পুতুপালং রোহিঙ্গ্যা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।সভায় বক্তারা আরো বলেন,বান্দরবান একটি পর্যটন নগরী হিসেবে দেশে ও দেশের বাইরে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।বিশেষ করে বান্দরবান বাজারের ব্যবসায়ীদের উদ্যোশ্য বলেন,সরকার নিত্য প্রয়োজনীয় জিনিষ এর মূল্য নির্ধারিত করেছে সেই মূল্যে আপনারা কেনা-বেচা করবেন,বিশেষ করে চাউল এর দাম কিছুটা কমতে শুরু করেছে আপনারা ও কম দামে বিক্রয় করবেন,কোন ব্যবসায়ী সিন্ডিকেট এর মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানোর চেস্টা করবেন না,এই রকম অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দেশের বিভিন্ন প্রান্থ থেকে পর্যটকরা আসবে,তারা আসলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যাবে আপানারা পর্যটকদের কাছ বেশী লাভ না করে কম লাভে তাদের সেবা প্রদান করুন,আপনারা সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করুন,আপনার কোন পর্যটের সাথে খারাপ আচরন করেন,বা তাদের কাছ থেকে খাবারের মূল্য অতিরিক্ত বা বেশী রাখেন,বা মেয়াদ উর্ত্তিণ খাবার বাজার জাত করেন,বা দোকানে অপরিস্কার রাখেন তাহলে আমি জেলা প্রশাসকের মাধ্য আপনাদের কাছে প্রতিদিন মোবাইল কোর্ট গিয়ে জরিমানা করে আসবে। তখন আপনারা আমাদেরকে কোন দোষারুপ করতে পারবেন না।বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসাবে দেশ বিদেশে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে।সভায় রোহিঙ্গা ইস্যু নিয়ে,বিদ্যুৎ,পানি,জাল নোট,চুরি-ডাকাত মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নিদের্শ প্রদান করা হয়।সভায় বান্দরবান-চিম্বুক-রুমা-থানছি সড়কটি জরুরী ভিত্তিতে মেরামত ও সংস্কার করার জন্য অনুরোধ জানানো হয়।সভায় বান্দরবানের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করার যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে এক যোগে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।পরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যাবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!