‘আসুন দূর্ঘটনা কমাই,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।মঙ্গলবার (১৫ নভেম্বর) শান্তির প্রতীক ঘুঘু ওড়ানোর মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম।
পরে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,ফায়ার সার্ভিস বাংলাদেশের অন্যতম সরকারি প্রতিষ্ঠান।মানবতা তাদের কর্মের মধ্যে গেঁথে আছে।তারা খুব দ্রুত সাড়া দেয়।তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে।এই সেবা প্রদানের সময় প্রাণহানির ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ড ও জাহাজডুবিসহ বিভিন্ন উদ্ধার অভিযানে সহকর্মীরা প্রাণ হারাতে থাকলেও অন্যরা পিছু হটেনি।তারা কাজ শেষ করে ফিরে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবানের সহকারী পরিচালক মো.ফরিদ উদ্দিন জানান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সমাপ্ত হবে।