বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন,বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) আয়োজিত সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী পর্বের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দীন,পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মো.রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা,পারিবারিক আয় বর্ধন ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবাইকে বেশি করে বনজ,ফলদ ও ঔষধি গাছ লাগাতে হবে।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক চারটি উদ্ধারকৃত বন্য টিয়া প্রকৃতিতে অবমুক্ত করেন।সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।