
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“নদী খাল রক্ষা কর,বাংলাদেশ রক্ষা কর” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।বিশ্ব পানি দিবস উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসকে কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠান,এনজি ও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছির আরাফাতসহ বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠান,এনজি ও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।সভায় বক্তারা পানির অপচয় রোধ করতে সকলের প্রতি আহবান জানান এবং বলেন,মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি অন্যতম এই পানি,তাই পানির সুষ্ট ব্যবহারে সকলকে সচেতন হতে হবে।এসময় বক্তারা নদী খাল রক্ষা করে বাংলাদেশকে রক্ষা করার ও আহবান জানান।