

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানে বনজ ভেষজ ও ফলজ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে এই বৃক্ষ মেলার সমাপনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।সমাপসনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড.আক্কাস মাহমুদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর,বান্দরবান ফার্নিসার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শফিক প্রমুখ।বক্তারা বলেন,পরিবেশ ও মানব জীবনে বৃক্ষের ভূমিকা অপরিসীম।বৃক্ষ মানুষের পরম বন্ধু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে।পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম, অক্সিজেন মানুষের বেচে থাকার জন্য খুবই জরুরী।কিন্তু গাছ কাটার তুলনায় নতুন গাছ লাগানো হচ্ছে কম।এতে পরিবেশ উষ্ণ হচ্ছে।জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব পড়ছে।যার ফলে অসময় অনাবৃষ্টি,খরা,অতিবৃষ্টি,প্রচন্ড তাপদাহ,ঘূর্ণিঝড়,বণ্যা, জলোচ্ছাস সহ নানা দুর্যোগ ঘটে চলেছে।ব্ক্তারা প্রত্যোককে নিজ নিজ বাড়ীর আঙ্গিনায় বৃক্ষ লাগানোর অনুরোধ জানান।এসময় উপস্থিত বক্তারা,বৃক্ষ মানুষকে অক্সিজেন দেয়,কাঠ দেয় আর মনোরম বাতাস দেয়। একটি বৃক্ষ একটি সম্পদ বলে ও বক্তারা এই সম্পদের রক্ষা ও যথাযথ যতœ নেওয়ার আহবান জানান।পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টল প্রদর্শনীর উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করে চট্টগ্রাম থেকে আগত ফতেয়াবাদ নার্সারী,দ্বিতীয় স্থান অধিকার করে ব্রিটিশ আমিরিকান টোব্যাকো কোম্পানী,তৃতীয় স্থান অধিকারীকে সনদ ও পুরস্কার বিতরণ এবং মেলায় অংশ গ্রহণকারী প্রত্যেক নার্সারীকে সনদ বিতরণ করা হয়। এবারের মেলায় বান্দরবান বন বিভাগ,কৃষি সম্প্রসারণ বিভাগ,হর্টিকালচার,চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুষ্প নার্সারী,বান্দরবানের সুপরিচিত বিন্দু নার্সারীসহ প্রায় ৩০ টির ও বেশি স্টল অংশ নিয়েছিল,প্রতিটি স্টলে নানা রকম বনজ ভেষজ ও ফলদ বৃক্ষ রয়েছে।মেলায় বান্দরবানের স্থানীয় নার্সারীর পাশাপাশি বাজালিয়া, বাঁশখালি,সাতকানিয়া ও চট্টগ্রাম থেকে বিভিন্ন নার্সারীর স্টল ক্রেতাদের চাহিদা মিটাতে নানা জাতের বৃক্ষ নিয়ে হাজির হয়েছিল। সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা শেষ হয় ।