মুজিববর্ষ উপলক্ষে আগামী মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ে ঈদ উপহার স্বরুপ সারাদেশে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।এ উপলক্ষে রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় নির্মিত গৃহ নির্মাণ ও হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।এসময় জেলা প্রশাসক জানান,মঙ্গলবার (২৬ এপ্রিল) বান্দরবান জেলার ৩ টি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে লামা উপজেলায় ১০টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১৬৫টিসহ ২০৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করবেন।এসময় জেলা প্রশাসক,ঈদের আগে সেমিপাকা এসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে বলে উল্লেখ করেন।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়,জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন "আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে,আশ্রয় পাবে,শিক্ষা পাবে,উন্নত জীবনের অধিকারী হবে" এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার-"বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এই ঘোষণার সঠিক বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন।জাতির পিতার স্বপ্ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে বান্দরবান জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।উল্লেখ্য,বান্দরবান পার্বত্য জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩১২৫ টি।ইতিমধ্যে ১ম পর্যায়ে ২১৩৪ টি এবং ২য় পর্যায়ে ৫৬৪ টি গৃহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।প্রতিটি পরিবারের জন্য ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়।এছাড়াও ৭টি উপজেলায় উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগীরা গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানায় বান্দরবান জেলা প্রশাসন।প্রেস ব্রিফিং অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডাঃ মো.শেখ ছাদেক,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান বলেন,একসময় অসহায় মানুষকে দেওয়া হতো চাল, ডাল,গম বা কিছু টাকা।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সক্ষমতা বাড়ার কারনে এখন অসহায় মানুষ উপহার হিসেবে পাচ্ছে কয়েক লক্ষ টাকা মূল্যমানের জমি ও ঘর।উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না এটাই আমাদের প্রত্যাশা।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.