

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবানে পাহাড় কর্তন রোধ বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে পাহাড় কর্তন রোধ বিষয়ক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুুপার ইয়াসির আরাফাত,উপজেলা ভুমি কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি সহ আরো অনেক।সভায় পার্বত্য অঞ্চলের পাহাড় কর্তন রোধ বিষয়ে নানা বিষয় তুলে ধরা হয় এবং পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা রোধে সকলের কাছে থেকে মুক্ত মতামত গ্রহন করা হয়।সভায় অতিথিরা বলেন,এই পাহাড় মিশে আছে পার্বত্য অঞ্চলের সকলের মানুষের সাথে,প্রতি বছর এই পাহাড় কাটার কারনে মৃত্যুর সম্মুখীন হতে হয় পার্বত্য অঞ্চলে বসবসকারী জনসাধারনকে,কিছু দিন আগেও তিন পার্বত্য জেলার পাহাড় ধসে মৃত্যু বরন করেছে ২ শতাধিক মানুষ।আর এই পরিস্থির জন্য দায়ী অপরি কল্পিত ও অভাধে পাহাড় কর্তন,তাই এই সব বির্পযয়ের হাত থেকে মানুষকে বাচাঁর জন্য সকলকে সচেতন করে গড়ে তুলতে হবে।আর পাহাড় কাটা রোধ বিষয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পাহাড় ধসের মত বড় বড় বির্পযয় থেকে সকলে মুক্তি পাবে বলে সবাই আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।