

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-“প্রাণের স্পন্দনে,প্রকৃতির বন্ধনে” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগ বান্দরবানের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃকামাল হোসেন,সদর উপজেলা নির্বাহী র্কমকর্তা শারমিন আক্তার,নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,কারিতাস বান্দরবান এর প্রকল্প কর্মকর্তা রুপনা দাশসহ স্থানীয় সরকারি বেসরকারি এনজিও প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শির্ক্ষাথীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন“ পরিবেশ রক্ষায় সবার সচেতনতার বিকল্প নাই।কারন সকলের সচেতনতার মাধ্যমে আমারা আমাদের পরিবেশে সুরক্ষিত করে প্রকৃতির এই পরম বন্ধু গাছকে নির্বিচারে নিধন না করে তাদের সুরক্ষিত করে আমাদের এই পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য।এ সময় বক্তারা আরো বলেন পরিবেশ দূষণের সাথে সকল দ্রব্য বা পর্দাথকে এড়িয়ে চলার জন্য আহব্বান করেন।আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করেন অতিথিরা।