বান্দরবানে ড্রাইভিং,পরিবেশ সুরক্ষা,আচার-ব্যবহার ও পর্যটক বান্ধব সহায়ক পরিবেশ তৈরিতে ট্যুরিস্ট গাইড ও চালকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,অপরুপা বান্দরবান কে একটি পর্যটক বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে হলে ট্যুরিস্ট গাইড ও চালকদের ভুমিকা কোনও অংশে কম গুরুত্বপূর্ণ নয়।বান্দরবান জেলায় আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্য ও উদ্দেশ্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।নিয়মিত পর্যটন কেন্দ্র গুলো তে আধুনিকায়ন করা হচ্ছে।তবে পর্যটন সংশ্লিষ্ট এই খাতের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আন্তরিকতা নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে পর্যটন খাতে বাংলাদেশের রোল মডেল জেলা হিসেবে বান্দরবান জেলা সমাদৃত হতে পারে।
জেলা প্রশাসক নিরাপদ পর্যটন জেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারের নানা উদ্যোগ এর কথা তুলে ধরার পাশাপাশি চালকদের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,জেলা সদরের বিভিন্ন ট্যুরিস্ট গাইড,ট্যুরিস্ট যানবাহন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং চালকরা উপস্থিত ছিলেন।
আয়োজক সুত্রে দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলা সদরের ৬০জন টুরিস্ট গাইড ও টুরিস্ট যানবাহন এর চালক অংশগ্রহণ করে।বান্দরবান যুব ও ক্রীড়া উন্নয়ন সদর উপজেলা কমিটি প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।সহযোগিতা করছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগসহ আন্তর্জাতিক সংস্থা জাইকা।