মোহাম্মদ আলী (বান্দরবান জেলা প্রতিনিধি):-বান্দরবানে জেলা প্রশাসন,সমাজ সেবা অধিদপ্তর ও বান্দরবান জেলা প্রবীণ হিতৈষী সংঘ উদ্যোগে আর্ন্তজাতিক প্রবীন দিবস ২০১৭ পালিত হয়। “প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ভবিষ্যৎ অগ্রসারে সমাজে প্রবীণদের দক্ষতা,অবদান এবং অংশগ্রহণ নিশ্চিতকরণ” দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা ও প্রবীণদের বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃবাদশা মিঞা মাষ্টার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমাকসুদ চৌধুরী,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,বান্দরবান জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শুভ্রত বড়–য়া,বান্দরবান জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি ক্য উ শৈ প্রু মারমা প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মৌঃআব্দুল আলিম। এরপর অন্যান্য ধমীয় গ্রন্থ থেকে পাঠ শেষে প্রবীণদের সম্মানে প্রবীণদের নিয়ে একটি কেক কাটেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রবীণদের সম্মানে বহু পদক্ষেপ গ্রহণ করেছে, প্রবীণদের জন্য বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান,বয়স্ক ভাতা বৃদ্ধি করণ,প্রবীণ ডায়েবেটিস রোগীদের জন্য জেলা ডায়েবেটিস হাসপাতালে ফ্রি উন্নত চিকিৎসা সেবা সহ আরো নানান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।তিনি আরো বলেন বাংলাদেশকে নিম্ম মধ্যম আয়ের দেশে রুপান্তর করতে সক্ষম হযেছে,এক সময় বাংলদেশকে সবাই তলা বিহীন ঝুড়ি দেশ বলতো,দেশে কোন উন্নযন হতো না,বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য শষ্য আমদানির করতে হতো।এখন বালাদেশ খাদ্য শষ্য রপ্তানী করছে,দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, বাংলাদেশ একটি উন্ননের মডেল হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে,এখন দেশের মানুষ আর অনাহারে মারা যাচ্ছে না,বাংলাদেশ এখন শিক্ষা, চিকিৎসা,শহর কিংবা গ্রামের রাস্তা-ঘাটসহ প্রতিটি বিভাগে উন্নতি লাভ করেছে,ভবিষ্যতেও উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত থাকবে।অন্যান্য বক্তারা বলেন,বান্দরবান সদর উপজেলার প্রায় ২৫০ প্রবীণদের ষ্মার্ট কার্ড প্রদান করা হয়েছে যার সাহায্যে তারা বান্দরবান ডায়েবেটিস হাসপতাল থেকে বিনামূল্যে ডাক্তার সেবা গ্রহণ ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করতে পারবে।এছাড়াও অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা প্রবীণ হিতৈষী সংঘ এর নির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল কালাম,প্রবীণ হিতৈষী সংঘ এর অফিস পরিচালক হ্লা চিং মারমাসহ বান্দরবানের প্রায় ২শত প্রবীণগণ উপস্থিত ছিলেন।এছাড়া মমতাময় ছেলে মাতা-পিতাকে সেবা করার জন্য সম্মানা পুরস্কার-২০১৭ পুরস্কার পান প্রিয় রঞ্জন বড়–য়া ও মমতাময়ী পুত্র বধু হিসেবে শাশুর শাশুরীকে সেবা প্রদান করার জন্য সম্মানা পুরস্কার-২০১৭ সম্মানা পুরস্কার-২০১৭ পান শবনাম কাউসার হিরার হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.