

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ফ্রন্টডেক্স সিটিজেন চার্টার,নির্ধারিত স্থানে পশু কোরবানি,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আব্দুল হালিম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রানী সাহা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী র্কমকর্তা মো.নুরুল আবছার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,উপজেলা ভূমি কর্মকর্তা নুর এ-জান্নাত রুমী,নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ,সহকারী কমিশনার ইখতেকারুল ইসলাম,সহকারী কমিশনার মো:শামীন হোসাইন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,জেলা মহিলা বিষয়ক র্কমকর্তা সুম্মিতা খীসাসহ জেলা উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা,কাজী ও পুরহিতরা।এসময় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আব্দুল হালিম বক্তব্য দিতে গিয়ে বলেন “সকলের আন্তরিক সহযোগিতায় পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে।বিশেষ করে কাজী,পুরহিত,ধর্মীয় গুরু,সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে একটি বাল্যবিবাহ মুক্ত দেশ হিসেবে পরিচিত করে দিতে প্রত্যেক বিবাহ আইনানুগ নিয়মের মাধ্যমে করাতে হবে।অনুষ্ঠানে বক্তারা,নির্ধারিত স্থানে পশু কোরবানি,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও আইনানুগভাবে বিবাহ আনুষ্ঠান নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষষয়ে মুক্ত আলোচনা করেন এবং পর্যটন জেলা বান্দরবানের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।