

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা,পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসসহ সরকারি বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং এই উপলক্ষে মিলাদ মাহফিল,শোক র্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,রক্তদান কর্মসূচী ও আলোচনা সভাসহ প্রত্যোকটি কর্মসূচী যথাযথভাবে পালন করার জন্য সকলকে অনুরোধ জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।