

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে প্রথম দিন থেকেই টিসিবির ন্যায্য মূল্যের দোকানে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে।পবিত্র রমজানের শুরুতে সাধারণ ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে মালামাল তুলে দিতে প্রশাসনের উদ্যোগে টিসিবির দোকান খোলা হয়েছে শহরে।গত রোববার সকাল থেকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানে ন্যায্যমূল্যে টিসিবির মালামাল বিক্রি শুরু হয়।বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অস্থায়ী দোকান তৈরী করে উক্ত কার্যক্রম শুরু করা হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক টিসিবির মালামাল বিক্রির প্রথম দিনই মালামাল পরিদর্শন করেন এবং ন্যায্যমূল্যের মালামাল বিক্রির উদ্বোধন করেছিলেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সকাল থেকে টিসিবির মালামাল মালামাল সংগ্রহ করার জন্য বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে মালামাল ক্রয় করেন।এ সময় ন্যায্যমূল্যে চিনি,মসুর ডাল,ছোলা ও সয়াবিন তেল ক্রেতাদের হাতে তুলে দেন টিসিবির ডিলাররা।ডিলাররা জানান,শুক্রবার ব্যতীত প্রতিদিন প্রতিটি পণ্য ৩০০ কেজি করে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্রেতাদের বিতরণ করা হবে এবং রমজান মাস পুরোটাই জুড়ে চলবে এই ন্যায্যমূল্যে টিসিবির মালামাল বিক্রি।