

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রতিবছরের ন্যায় এবার আরো বেশী জাকজমকভাবে পালন করা হবে পহেলা বৈশাখ।পার্বত্য জেলা বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে পালন করা হবে নববর্ষের আগমন আর পুরোনো বছরের বিদায় উৎসব,এমটাই জানালেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পহেলা বৈশাখের প্রস্তুুতিমূলক সভায় এসব কথা জানান জেলা প্রশাসক।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এসময় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত,স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,শিশু বিষয়ক র্কমকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসাসহ বান্দরবান জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।সভায় আগামী ১৪এপ্রিল পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দকে সুন্দর ও সুশৃংঙ্খল ভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।উল্লেখ্য প্রতিবছরই নতুন বছরকে ঘিরে পার্বত্য জেলায় বাঙ্গালীদের পাশাপাশি চাকমা,ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ৩দিন এবং মারমা সম্প্রদায় ৫দিন নানা ঐতিহ্যবাহি আয়োজনের মধ্যে দিয়ে জাকজমঁকপূর্ণভাবে বৎসবিদায় ও বৎসবরণ অনুষ্টানের আয়োজন করে থাকে,আর এই উৎসবকে ঘিরে জেলায় আগমন ঘটে দেশী বিদেশি হাজারো পর্যটকের।