
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দুর্নীতি হলে শেষ,বাঁচব নিজে বাঁচবে দেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও মানববন্ধন হয়েছে।শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।এসময় র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.বাদশা মিঞা মাস্টার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুল বাতেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট আদিবাসী গবেষক ক্য শৈ প্রু খোকা প্রমুখ।এছাড়াও শিক্ষক,শিক্ষার্থী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এতে অংশ নেন।পরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।