

ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজন এবং বান্দরবান তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ডিজিটাল বাংলাদেশ দিবস’২০২১ পালন করা হচ্ছে।রবিবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার জেরিন আকতার (বিপিএম)।পরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে নানা ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে র্যালীতে অংশগ্রহণ করে।র্যালীটি বান্দরবান জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।এসময় নানা রংয়ের বেলুন উড়িয়ে দেন অতিথিরা।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আকতার (বিপিএম),স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি (পিপিএম),সিভিল সার্জন ডা.অংশৈ প্রু মার্মা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা র্যালীতে অংশগ্রহণ করেন।
স্কাউটের একটি চৌকস দল র্যালীতে ব্যান্ড বাদকের দায়িত্ব পালন করে।দিবসটি উপলক্ষে দুপুরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের কর্মসূচি প্রনয়ক সুরুত আলম আকাশ।