

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর পুরষ্কার বিতরণী অুনষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রয়াস শিশু কিশোর সংগঠনের সভাপতি এম.এ মোমেনে চৌধুরীর সঞ্চালনায় জেলা শিক্ষা কর্মকর্তা সোমা রাণী বড়ুয়ার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মুকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মফিদুল আলমসহ বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে আগ্রত শিক্ষক ও শিক্ষার্থীরা।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করার মধ্য দিয়ে শিক্ষকদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি পায়।এ শিক্ষা সাপ্তাহ উদযাপন এবং শ্রেষ্ঠ শিক্ষা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদানের মধ্যে দিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা মূলক শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রখবে বলে বক্তারা আশাবাদ ও ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা জেলা ও উপজেলা থেকে র্নিবাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক,শ্রেষ্টস্কাউট শিক্ষক,শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা অংশগ্রহণ কারীসহ মোট ৭৬ টি বিভিন্ন ক্যাটগরীর পুরষ্কার প্রদান করেন।