

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) এর শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল ৫ আগস্ট শনিবার সকালে স্বাস্থ্য বিভাগ বান্দরবানের উদ্যোগে রেইছা বাজার এলাকায় ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃঅং শৈ প্রু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.অং চালু,সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুই সিং মারমা,জেলা পুষ্টি সহায়ক কর্মকর্তা (ইউনিসেফ) ডা.অংচিং থোয়াই প্রমূখ।আয়োজক সুত্রে জানা যায়,বান্দরবান পার্বত্য জেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৫১১ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬২হাজার ৫৫১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন “বান্দরবানের একটি শিশু ও যেন ভিটামিন এ ক্যাপসুল থেকে বিরত না থাকে সেই দিকে লক্ষ্য রাখার জন্য স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।বান্দরবানের ৭টি উপজেলায় একই সাথে এই কর্মসূচী শুরু হয়েছে।এসমায় জেলা প্রশাসক দুর্গম এলাকাগুলোতে কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও সহযোগিতা করতে আহবান জানিয়েছেন।