

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।বান্দরবান এর জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় অন্যান্যের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী বিশেষ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।