

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের ঝুঁকিপূর্ণ খ্যংওয়াক্যং এর জাদি বিহার সংস্কারের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল (১১ জুলাই) মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কক্ষে বান্দরবান খ্যংওয়াক্যং কমিটিকে নগদ ত্রিশ হাজার টাকা প্রদান করে জরুরী ভিত্তিতে খ্যংওয়াক্যং এর জাদি বিহার সংস্কারের জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় খ্যংওয়াক্যং কমিটির পক্ষে উপস্থিত থেকে অনুদানের অর্থ গ্রহণ করে বান্দরবান খ্যংওয়াক্যং কমিটির কোষাধ্যক্ষ ক্যচিংপ্রু,সদস্য মংক্যশৈনু (নেভী),অংচমং,অংচিং ঞোয়াইসহ প্রমুখ।এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,বান্দরবানে সাম্প্রতিক বন্যা আর পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর দুর্যোগকালীন সময়ে ও পরবর্তীতে বান্দরবান জেলা প্রশাসন বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করে আসছে।