

করোনা আর লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।রোববার (৮ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বান্দরবানের ১শ দর্জি,সেলুন ও ফার্নিচার শ্রমিকদের মধ্যে উপহার সামগ্রী হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল,এক লিটার তেল,দুই কেজি আলু,এক কেজি ডাল,এক কেজি লবণ ও এক কেজি চিড়া বিতরণ করা হয়।এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সারিবদ্ধভাবে অবস্থান করে শ্রমিকরা প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী গ্রহণ করেন।ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,করোনা আর লকডাউনে যারা বর্তমানে অসহায়ভাবে জীবনযাপন করছে তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, যদি কেউ খাদ্যর অভাবে কষ্ট পায় তবে ৩৩৩ এই নম্বরে ফোন করলেই প্রশাসন তাদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দিয়ে আসবে।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।