

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা,বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলেক্ষ বান্দরবানে মানববন্ধন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।এসময় মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুষ্মিতা খীসা,জেলা শিশু একাডেমির পরিচালক শিলাদিত্য মুৎসুদ্দিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্ধরা।মানববন্ধনের মাধ্যমে অংশগ্রহনকারিরা সারাদেশে নারীর প্রতি সবধরনের বৈষম্য দুর করে সমঅধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।এসময় মানবন্ধনে নারী পুরুষের সমতায় উন্নয়নের মাত্রা আরো একধাপ এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করার আহবান ও জানান বক্তারা।এদিকে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বান্দরবানে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।